স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সাদেক আলী মল্লিক পাড়ার নুরুরে ছেলে পলাশের (৩০) রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে নিজ ঘর থেকে ঝুলুন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে দাবি পরিবারের সদস্যদের।
চুয়াডাঙ্গা পুলিশ লাইন সংলগ্ন ফুডপার্কে ক্যাটিন পরিচালনার দায়িত্বে থাকা পলাশ আত্মহত্যা করেছে বলে তার পরিবার থেকে জানানো হলেও এ বিষয়ে সাংবাদিকদের আর কোনো তথ্য দেয়া হয়নি। তেমনি জানানো হয়নি ঠিক কী কারণে বা কখন তার মৃত্যু হয়েছে। গতকাল রাত ১০টার দিকে সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক জানান অনেকে আগেই মারা গেছে পলাশ। এ ব্যাপারে চুয়াডাঙ্গা সদর থানার ওসি এরশাদুল কবিরের সাথে যোগাযোগ করা হলে তিনি এ ধরনের ঘটনা কিছু জানেন না বলেন জানান।