স্টাফ রিপোর্টার: গতরাতে চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নিয়মিত মামলাসহ জামায়াত ও বিএনপির ১১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ৪ জন ও আলমডাঙ্গা থানা পুলিশ ৭ জনকে নাশকতার পরিকল্পনার অভিযোগে এদেরকে আটক করে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। আটককৃতদের কয়েকজনের বিরুদ্ধে চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গা থানায় মামলা রয়েছে।