গাংনী পৌরসভার মহাপরিকল্পনা বাস্তবায়নে মতবিনিময়

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী পৌরসভার মহাপরিকল্পনা বাস্তবায়নে মতবিনিময়সভা গতকাল মঙ্গলবার বিকেলে পৌরসভা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। পৌর মেয়র আহম্মেদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মকবুল হোসেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের অধীনে উপজেলা শহর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এ মহাপরিকল্পনা প্রণয়নের সার্বিক দিক তুলে ধরে বক্তব্য রাখেন এলজিইডি কর্মকর্তা ইফতেখার ইউনুছ। বক্তব্য রাখেন প্যানেলমেয়র সামসুদ্দীন, অ্যাড. মোজাম্মেল হোসেনসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।