গাংনী প্রতিনিধি: গাংনী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ১৯ দলীয় জোটের একক প্রার্থী থাকলেও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাঠে থাকছেন। গতকাল মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে চেয়ারম্যান পদে ৫ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মকলেছুর রহমান মুকুল ও জেলা যুবদলের সাবেক আহ্বায়ক মুরাদ আলী এবং জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন প্রতিদ্বন্দীতা করছেন। ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আহসান উল্লাহ মোহন, উপজেলা জামায়াতের শুরা সদস্য মোস্তাফিজুর রহমান সংগ্রাম এবং যুবলীগ নেতা আবুল কালাম। মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেলা মহিলা দলের সভাপতি লায়লা আরজুমান বানু, উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক বর্তমান ভাইস চেয়ারম্যান সেলিনা মমতাজ কাকলী ও মহিলাদলের সাবেক সভাপতি নুরুন্নাহার আক্তারের প্রার্থিতা চূড়ান্ত হয়েছে। চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন, জেলা আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম শাহ, উপজেলা বিএনপি সভাপতি রেজাউল হক, বিএনপি নেতা জুলফিকার আলী ভুট্টো ও উপজেলা কৃষকদলের সভাপতি আখেরুজ্জামান গতকাল প্রার্থিতা প্রত্যাহার করেন।
গতকাল দুপুরে গাংনী উপজেলা বিএনপি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ১৯ দলীয় জোটের একক প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক জেলা বিএনপি সহসভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি সভাপতি সাবেক এমপি আমজাদ হোসেন। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দাল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী মুরাদ আলী, কৃষকদলের সভাপতি আখেরুজ্জামান, কাথুলী ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুর রউফ, সাধারণ সম্পাদক জাফর আকবর ও কাজিপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মতি মোল্লা, পৌর ২ নং ওয়ার্ড বিএনপি সভাপতি সুলেরী আলভী এবং উপজেলা ছাত্রদল সহসভাপতি কারুল ইসলামসহ নেতৃবৃন্দ। দলীয় প্রার্থীদের বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান আমজাদ হোসেন। আজ বুধবার জেলা রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আলমগীর হোসেন গাংনী ও মুজিবনগর উপজেলা নির্বাচনে চূড়ান্ত প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করবেন। এ দু উপজেলায় ভোটগ্রহণ আগামী ২৭ ফেব্রুয়ারি।