গাংনীর গাড়াডোব হেরোইনসহ মাদকব্যবসায়ীকে আটক

 

গাংনী প্রতিনিধি: গাংনীস্থ র‌্যাব সদস্যরা মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৬০ গ্রাম হেরোইন উদ্ধার করেছেন। গাংনীর গাড়াডোব গ্রামের রাইচমিল এলাকা থেকে থেকে সাগর হোসেন (২৮) নামের এক মাদকব্যবসায়ীকে ১৬০ গ্রাম হেরোইনসহ আটক করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে। মাদক কেনাবেচার সময় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করেন র‌্যাব-৬ গাংনী ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আশরাফ উদ্দীন। অভিযানের সময় কয়েকজন মাদকব্যবসায়ী পালিয়ে যায়। সাগর ভোমরদহ গ্রামের তানজুমান ফকিরের ছেলে।