ইরাকে জঙ্গি প্রশিক্ষণের গাড়িবোমা বিস্ফোরণে নিহত ২১
মাথাভাঙ্গা মনিটর: ইরাকে গাড়িবোমা তৈরির প্রশিক্ষণ দিতে গিয়ে হঠাত বোমা বিস্ফোরণে ২১ জঙ্গি নিহত হয়েছেন। গত সোমবার রাজধানী বাগদাদের উত্তরের সামারা শহরের নিকটবর্তী আল জিলাম গ্রামের একটি ফলবাগানে এ ঘটনা ঘটেছে।
বিস্ফোরণের শব্দে জঙ্গি আস্তানার বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসলে সেখান থেকে আহত জঙ্গিসহ ২৩ জনকে গ্রেফতার করা হয়।
তবে গ্রামবাসীদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছেন, গত রোববার সন্ধ্যায় গ্রামবাসীরা একটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শুনতে পান। সোমবার সকালে পুলিশ সেখানে গিয়ে গাড়িবোমা বিস্ফোরণের আলামত দেখতে পায়। জঙ্গিরা গাড়িবোমা তৈরির সময় সেটি বিস্ফোরিত হলে এ ঘটনা ঘটে। কেন্দ্রীয় পুলিশ ক্যাপ্টেন আলি আব্বাস বলেছেন, স্থানীয় বাসিন্দারা আমাদের বলেছে, বিস্ফোরণস্থলে ১০ থেকে ১২টি মৃতদেহ পড়ে থাকতে দেখেন তারা। কিন্তু কয়েকঘন্টা পর একদল সশস্ত্র লোক এসে মৃতদেহগুলো নিয়ে যায়।