মাথাভাঙ্গা মনিটর: আলজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে ১শ’র বেশি মানুষ নিহত হয়েছে।
দেশটির স্থানীয় গণমাধ্যম জানায়, বিমানটি ওউম আল বুয়াগি রাজ্যের পর্বতাঞ্চলে বিধ্বস্ত হয়। হতাহতদের মধ্যে বেশ কয়েকজন সেনা সদস্যও রয়েছেন। দেশটির বেসরকারি টিভি এ দুর্ঘটনার খবর দিয়েছে। বিমানটির সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলো বলে জানিয়েছে কয়েকটি সূত্র। মঙ্গলবার দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ও অন্যান্য উদ্ধারকারী বাহন পাঠানো হয়েছে।