মাথাভাঙ্গা মনিটর: মহাসড়কের উল্টো লেনে গাড়ি চালানোর সময় বিপরীত দিক থেকে আসা অন্য দুটি গাড়ির সাথে সংঘর্ষে যুক্তরাষ্ট্রে একই পরিবারের ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চালকসহ আরো ২ জন। গত রোববার ক্যালিফোর্নিয়ার ডায়মন্ডবারের কাছের মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে। গাড়িটির আহত চালক একজন নারী। সড়কের ভুল লেনে উল্টো দিকে চালানোর সময় তার গাড়িটি ঘণ্টায় ১শ মাইল বেগে চলছিলো বলে জানিয়েছেন ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোলের কর্মকর্তা রডরিগো জিমেনেজ। জিমেনেজ বলেন, একই পরিবারের ছয়জন নিহত হয়েছেন। এটি খুবই দুর্ভাগ্যজনক, খুব ভয়ানক। নিহত ছয়জনের মধ্যে চারজন ঘটনাস্থলেই মারা যান, বাকি দুজন হাসপাতালে নেয়ার পর। আহত দুজনের মধ্যে চালক নারীর অবস্থা আশঙ্কাজনক। তদন্তকারীরা জানিয়েছেন, চালকসহ গাড়ির আরোহীরা মদ্যপ ছিলেন বলে প্রমাণ পাওয়া গেছে।