মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুর-মহাজনপুর সড়কে মুজিবনগর উপজেলার কোমরপুর বাজারের কাছে আলগামনের ধাক্কায় লিখন (১২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকেলে দুর্ঘটনাটি ঘটে।
এলাকাবাসী জানায়, মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের কোমরপুর গ্রামের খেজমত আলীর নাতি লিখন দৌঁড়ে বাড়ির ভেতর থেকে রাস্তা পার হচ্ছিলো। ওই সময় মেহেরপুর থেকে মহাজনপুরগামী একটি আলগামন তাকে ধাক্কা দেয়। এতে সে মারাত্মক আহত হয়। হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। খবর পেয়ে কোমরপুর ক্যাম্প পুলিশ লাশ উদ্ধার করে। নিহত লিখন মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়নের টেংরামারী গ্রামের জামাল উদ্দীনের ছেলে। সে তার নানার বাড়ি কোমরপুর গ্রামে থাকতো।