দর্শনা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠিত

 

রাজু আহ্বায়ক সুমন ও আজিম যুগ্মআহ্বায়ক

হানিফ মণ্ডল: দর্শনা প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণসভা গতকাল সোমবার বিকেলে প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি আওয়াল হোসেন। একবার কেউ সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হলে পরেরবার ওই পদে কোনো প্রার্থী নির্বাচনে অংশ নিতে পারবেন না। নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের লক্ষ্যে সভায় সর্বসম্মতিক্রমে তিন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আহ্বায়ক হয়েছেন হারুন রাজু, যুগ্মআহ্বায়ক মনিরুজ্জামান সুমন ও আজিম উদ্দিন। সভায় উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা আ. মোমিন ও অ্যাড. সুজাউদ্দিন, মনিরুজ্জামান ধীরু, ইয়াছির আরাফাত মিলন, চঞ্চল মেহমুদ, এফএ আলমগীর, জাহিদুল ইসলাম, নুরুল আলম বাকু, এসএম ওসমান, নজরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান কচি, আ. জলিল প্রমুখ।