স্টাফ রিপোর্টার: খেলাধুলা ও সংস্কৃতি চর্চা শরীর-মনকে স্বাভাবিক বিকাশে সহায়তা করে। পড়ালেখার একঘেয়েমি রোধ করতে খেলাধুলা ও সংস্কৃতি চর্চা প্রয়োজন। লেখাপড়ার পাশাপাশি ছেলে-মেয়েদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে হবে। খেলাধুলার মাধ্যমেই দেশের পরিচয় তুলে ধরা যায় গোটা বিশ্বে। তাই বেশি করে প্রতিযোগিতামূলক খেলাধুলার আয়োজন করতে হবে। বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক দেলোয়ার হোসাইন।
গতকাল সোমবার চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমী মুক্তমঞ্চে জেলা পর্যায়ে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসার মোক্তার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক দেলোয়ার হোসাইন। বিশেষ অতিথি ছিলেন- পুলিশ সুপার রশীদুল হাসান ও সহকারী শিক্ষা অফিসার নাসির উদ্দিন আহম্মেদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষা অফিসার আব্দুর রহমান।