স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ৬ ব্যাটালিয়নের সদস্যরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারত থেকে পাচার হয়ে আসা প্রায় সাড়ে ৬ কোটি টাকা মূল্যের শাড়ি-থ্রিপিচ ও ওষুধসহ বিভিন্ন প্রকারের মালামাল আটক করেছেন।
চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়ন বিজিবির একটি বিশেষ দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পেরে চুয়াডাঙ্গা-ঢাকা মহাসড়কে মাগুরা জেলার বিষয়খালী নামক স্থানে রাস্তার পাশে ওঁত পেতে থাকে। এ সময় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান তল্লাশি চালিয়ে এসব পণ্য আটক করা হয়। বিজিবি জানিয়েছে, আটককৃত পণ্যের মূল্য ছয় কোটি নয় লাখ ৮৩ হাজার ৫শ টাকা।
বিজিবি-৬ ব্যাটালিয়ন চুয়াডাঙ্গার পরিচালক লে. কর্নেল এসএম মনিরুজ্জামান গতকাল সোমবার বিকেল সাড়ে চারটায় ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে জানান, যশোর বেনাপোল থেকে এসব পণ্য ঢাকার চকবাজারে নেয়া হচ্ছিলো। গোপন খবরে তা আটক করা হয়। আটককৃত মালামালের মধ্যে রয়েছে- শাড়ি, থ্রিপিচ, থানকাপড়, ওষুধ, চকলেট ও শ্যাম্পু। আটককৃত পণ্য দর্শনা কাস্টম্সে জমা দেয়া হবে।