গাংনী প্রতিনিধি: শুভাকাঙ্খীদের কাঁদিয়ে চিরনিদ্রায় শায়িত হলেন গাংনী উপজেলার ষোলটাকা ইউপি চেয়ারম্যান ছাবদাল হোসেন কালু। গতকাল সোমবার বেলা পৌনে বারটার দিকে মানিকদিয়া এগারপাড়া ঈদগাহ ময়দানে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন হয়। জানাজায় মানুষের ঢল নামে। দলীয় নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জানাজায় অংশগ্রহণ করেন। জানাজার আগে বক্তব্য রাখেন জেলা বিএনপি সভাপতি সাবেক এমপি আমজাদ হোসেন, সাবেক এমপি আব্দুল গণি, উপজেলা চেয়ারম্যান একেএম শফিকুল আলম, ভাইস চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম সোনাসহ ইউপি চেয়ারম্যানবৃন্দ। গত রোববার বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ছাবদাল হোসেন কালু। তিনি ষোলটাকা ইউনিয়নের পরপর তিন মেয়াদের নির্বাচিত চেয়ারম্যান, ইউনিয়ন বিএনপি সভাপতি ও উপজেলা বিএনপির সহসভাপতি ছিলেন।