স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গার ফুলবগাদী গ্রামের গাঙপাড়ায় বড় ভাইয়ের সাথে বিয়ে করতে না পেরে ছোট ভাইয়ের সাথে বিয়ের দাবিতে কিশোরের বাড়িতে কলেজছাত্রী তিনদিন ধরে অনশন করছে। দু পক্ষ রাজি থাকলেও বাধ সেধেছে ছেলের বয়স।
জানা গেছে, চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলার ফুলবগাদী গ্রামের গাঙগাড়ায় গত শনিবার সন্ধ্যা ৭টার দিকে মোতালেবের কলেজপড়ুয়া মেয়ে রিমা (১৯) একই গ্রামের নাসিরের ছেলে ইমনের (১৫) বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন করছে। কয়েক বছর আগে ইমনের বড় ভাইয়ের সাথে রিমার বিয়ের কথা ছিলো; কিন্তু সে অন্য জায়গায় বিয়ে করার কারণে ছোটভাই ইমনের সাথে বিয়ের দাবিতে তুলে তার বাড়িতে অনশন করছে রিমা। দু দিন অনশনের পর দু পক্ষ বিয়েতে রাজি হলেও বাধ সেধেছে ইমনের বয়স। ইমনকে নিয়ে যাওয়া হয়েছে রিমার বাড়িতে। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ইমন রিমাদের বাড়িতে অবস্থান করছিলো।