চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গায় বিএনপি জামায়াতের ২১ নেতাকর্মী গ্রেফতার

 

স্টাফ রিপোর্টোর: চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপির সাত নেতা-কর্মীকে আটক করেছে যৌথবাহিনী। গত রোববার রাত ১২টা থেকে গতকাল সোমবার সকাল ৬টা পর্যন্ত এ অভিযান চলে। পুলিশ জানায়, চুয়াডাঙ্গা থানার তদন্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেনের নেতৃত্বে যৌথবাহিনী অভিযান চালিয়ে সদর উপজেলার বোয়ালমারী গ্রামের মৃত মফিজ উদ্দীনের ছেলে বিএনপি ওয়ার্ড সভাপতি মনিরুজ্জামান (৪৫), মৃত নাজিম উদ্দীনের ছেলে তাহাজউদ্দীন (৪২), ডিঙ্গেদহ গ্রামের শাহাবুদ্দিনের ছেলে ওয়ার্ড সাধারণ-সম্পাদক আশরাফ উদ্দীন (৩৫), খেজুরিয়া গ্রামের মৃত সিরাজ জোয়ার্দ্দারের ছেলে মানিক জোয়ার্দ্দার (২৮), জাফরপুর গ্রামের মৃত মাহাতাব উদ্দীনের ছেলে মোমিনুল ইসলাম মোমিন (৩২), আরামপাড়া গ্রামের আব্দুল হান্নানের ছেলে মামুন (২৮) ও আলমডাঙ্গা উপজেলার বলশ্বেরপুর গ্রামের বিএনপির ওয়ার্ড সভাপতি নজরুল ইসলামের ছেলে মোস্তাফিজুর রহমানকে (৩৭) আটক করে। সদর থানার ভারপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। তাদেরকে সোমবার বেলা সাড়ে ১২টায় চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়।

আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, আলমডাঙ্গার বিভিন্ন এলাকায় পুলিশ অভিযান চালিয়ে জামায়াত ও বিএনপির ১৪ জন নেতা-কর্মীকে আটক করেছে। রোববার রাত ১০টা থেকে সোমবার ভোর ৫টা পর্যন্ত এ অভিযান চলে। পুলিশ জানায়, রোববার রাতে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামের নেতৃত্বে এসআই পিয়ার আলী সঙ্গীয় ফোর্সসহ আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। তার মধ্যে বণ্ডবিলা গ্রামের ছাবের আলীর ছেলে জামায়াতের ওয়ার্ড সভাপতি রিন্টু হোসেন (৪৫), দুর্গাপুর গ্রামের মৃত নুর আলীর ছেলে ওয়ার্ড সাধারণ সম্পাদক ওসমান গণি (৫৫), মৃত শফি উদ্দীনের ছেলে ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক একরামুল হক (৫৫), আব্দুল লতিফ জোয়ার্দ্দারের ছেলে তমিজ উদ্দীন (৫০), ছাত্রপাড়া গ্রামের রেজাউল করিমের ছেলে মুকুল (৪০), গেট ভণ্ডবিলা গ্রামের ইমাম হোসেনের ছেলে হানিফ উদ্দীন  (৩৫), দুর্ল্লভপুর  গ্রামের মৃত আইনদ্দির ছেলে ইকার আলী (৪০), মনু মিয়ার ছেলে ইনাত আলী (৩০), নাগদাহ গ্রামের তাছের আলীর ছেলে ইদ্রিস আলী (৪৫), হাঁটুভাঙ্গা গ্রামের ফয়জউদ্দিনের ছেলে বিএনপির ইউনিয়ন সভাপতি কটা মোল্লা (৩৫), গোয়ালবাড়ি লক্ষ্মীপুর গ্রামের শহর আলীর ছেলে রাকিবুল (৩২), হারদী গ্রামের লাল চাঁদের ছেলে বিএনপি ওয়ার্ড সভাপতি নওয়াব আলী (৩৭), ছয়ঘরিয়া গ্রামের বিমল সরকারের ছেলে সুজন কুমার (৩৭) ও স্টেশনপাড়ার রুবেলের স্ত্রী আলেয়া খাতুনকে (৩৪) আটক করে। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। তাদেরকে আজ বেলা ১২টায় চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হবে।