স্টাফ রিপোটার: আগামী ১২ মার্চ ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের উপনির্বাচনের তফশিল ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার দুপুরে জেলা রির্টানিং অফিসারের পক্ষে হরিণাকুণ্ডু উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ওয়ালিউর রহমান এ তফশিল ঘোষণা করেন। তফশিল অনুযায়ী আগামী ১৬ ফেব্রুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, ১৮ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাছাই, ২৫ ফেব্রুয়ারি প্রত্যাহার ও ১২ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গত বছর ২৮ অক্টোবর দৌলতপুর ইউপি চেয়ারম্যান উপজেলা বিএনপি সভাপতি আবুল হোসেনকে সন্ত্রাসীরা বোমা মেরে ও কুপিয়ে হত্যা করে। এতে ওই ইউনিয়নের চেয়ারম্যানের পদ শূন্য হয়।