মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীদের পক্ষে সমর্থন জানিয়ে কাজ করার ঘোষণা দিয়েছে মেহেরপুর জেলা জাতীয় পার্টি। গতকাল রোববার সকালে মেহেরপুর জেলা জাতীয় পার্টির কার্যালয়ে আলোচনাসভা শেষে এ ঘোষণা দেয়া হয়। জেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আলহাজ মো. গোলাম রসুল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আব্দুর রব বিশ্বাস, সামিউন বাসিরা পলি, কেএম আতাউল হাকিম লাল মিয়া, আক্কাস আলী, ডা. হাশেম আলী, সাজ্জাদুল আনাম, আমিরুল ইসলাম, সামসুল ইসলাম মিঠু, ফিরোজ আলী প্রমুখ।