মাথাভাঙ্গা মনিটর: জার্মান বুন্দেসলিগায় জিতেই চলেছে বায়ার্ন মিউনিখ। গত শনিবার নুরেমবার্গকে ২-০ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। জিতেছে গতবারের রানারআপ বরুসিয়া ডর্টমুন্ডও। ভার্ডার ব্রেমেনের মাঠ থেকে ৫-১ গোলের বিশাল জয় নিয়ে ফিরেছে তারা। বুন্দেসলিগায় টানা ৪৫ ম্যাচ অপরাজিত থাকার গৌরব ধরে রাখা বায়ার্ন ২০ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে আরো সুসংহত।সমান ম্যাচ খেলে দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা বেয়ার লেভারকুজেন (৪৩ পয়েন্ট) ও বরুসিয়া ডর্টমুন্ড (৩৯) তাদের চেয়ে অনেকখানি পিছিয়ে। নুরেমবার্গের মাঠে ১৮ মিনিটে স্ট্রাইকার মারিও মানজুকিচের গোলে এগিয়ে যায় বায়ার্ন। ৪৯ মিনিটে বিজয়ী দলের দ্বিতীয় গোলটি করেন ডিফেন্ডার ফিলিপ লাম।আরেক অতিথি বরুসিয়ার পক্ষে দুটি করে গোল করেছেন মিডফিল্ডার হেনরিখ মাখিতারিয়ান ও স্ট্রাইকার রবার্ত লেভানদোভস্কি। অন্য গোলটি ডিফেন্ডার মানুয়েল ফ্রিদরিশের।বুন্দেসলিগার অন্যান্য ম্যাচে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট ৩-০ গোলে আইনট্রাখট ব্রাউনশোয়াইগকে ও ভলফসবুর্গ একই ব্যবধানে মেইঞ্জকে হারিয়েছে এবং ফ্রেইবুর্গ ও হফেনহাইম ১-১ গোলে ড্র করেছে।