স্টাফ রিপোর্টার: কিছুদিন আগেই মুশফিকুর রহিমের ডেপুটি হিসেবে তার নাম ঘোষণা করা হয়েছে। আঙুলের চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অধিনায়ককে বিশ্রাম দেয়ার পর ধারণা করা হয়েছিলো, টস করতে মাঠে নামবেন সহঅধিনায়ক তামিম ইকবালই। চট্টগ্রাম টেস্টের একদিন মুশফিকের অনুপস্থিতিতে এ গুরুদায়িত্ব সামলিয়েছেনও তিনি। কিন্তু টি-টোয়েন্টি সিরিজের অধিনায়ক হিসেবে গতকাল মাশরাফি বিন মুর্তজার নাম ঘোষণা হওয়াটা ছিলো যথেষ্টই অবাক করার মতো বিষয়।
জানা গেছে, রাতেই নাকি সহঅধিনায়কের পদ থেকে ইস্তফা দিয়েছেন এ বামহাতি ব্যাটসম্যান। তবে তামিমের ইস্তফাপত্র বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখনো গ্রহণ করেনি বলেই জানিয়েছেন বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি বলেছেন, সিঙ্গাপুর থেকে বোর্ড সভাপতি নাজমুল হাসান ফিরলেই এ ব্যাপারে সিদ্ধান্ত হবে। তবে তামিমের পদত্যাগপত্র গ্রহণ করা হবে না বলেই ইঙ্গিত মিলেছে জালাল ইউনুসের কণ্ঠে।