প্রেমিক চুয়াডাঙ্গার সোহাগ লাপাত্তা : ভেস্তে গেলো বিয়ে
দর্শনা অফিস: দর্শনা বিজিবি সদস্যরা টহলকালে রাতের আঁধারে আটক করলেন কথিত প্রেমিক-প্রেমিকা জুটিকে। বিয়েতে রাজি হয়ে বিজিবির কাছ থেকে রেহায় পেয়ে প্রেমিক সোহাগ হলো লাপাত্তা। ভেস্তে গেলো বিয়ে।
জানা গেছে, গত পরশু শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে দর্শনা বিজিবির টহলদল ফেনসিডিল উদ্ধারের জন্য ওত পেতে ছিলো দর্শনা পরানপুর-রামনগরের সড়কে। এসময় নির্জন সড়কে চুয়াডাঙ্গা কোর্টপাড়ার মাহমুদুল হোসেনের ছেলে সোহাগ ও দর্শনা শান্তিপাড়ার এক কলেজছাত্রীকে আটক করে। বিজিবি তাদের রাতের আঁধারে নির্জন সড়কে অবস্থানে বিষয়ে জানতে চাইলে কোনো সদুত্তোর না দিতে পারায় তাদের নিরাপত্তার কথা ভেবে নিজেদের হেফাজতে আনে। খবর পেয়ে উভয় পরিবারের অভিভাবকরা দর্শনা ক্যাম্পে হাজির হলে বিয়ের প্রতিশ্রুতিতে স্থানীয় জনপ্রতিনিধিদের জিম্মায় দেয়া হয় কথিত প্রেমিক-প্রেমিকা জুটিকে। রাতভর চলে বিয়ে আয়োজন। সোহাগের সাথে কলেজছাত্রীর দীর্ঘ ৬/৭ বছরের প্রেমের সম্পর্ক ছিলো বলে জানা গেছে। সোহাগের পরিবার পক্ষের অনিহার কারণে শেষ পর্যন্ত বিয়ে ভেস্তে যায়। সুযোগ বুঝে সকালে সটকে পড়ে প্রেমিক সোহাগ। এ ঘটনায় স্কুলছাত্রীর পরিবারের পক্ষ থেকে আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে সূত্র জানিয়েছে।