স্টাফ রিপোর্টার: মাথাভাঙ্গা ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে চেয়েছিলেন চুয়াডাঙ্গা দীননাথপুরের বৃদ্ধ আব্দুর রহমান। নেপথ্যে কোনো বড় ধরনের কোনো কারণ থাকলেও স্ত্রী জুলেখা খাতুনের দাবী বৃদ্ধের মাথা খারাপ। তার দেহে জিনের হাওয়া-বাতাস আছে। তবে এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
সূত্র জানায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের দীননাথপুর গ্রামের মৃত নওয়াব আলীর ছেলে আব্দুর রহমান (৬৫) চুয়াডাঙ্গা শহরের ইমার্জেন্সি রোডস্থ ডা. আব্দুল হাকিমের বাড়ির দারোয়ান। তিনি গতকাল রোববার বেলা ২টার দিকে চুয়াডাঙ্গা বড় বাজারের নিকটবর্তী মাথাভাঙ্গা ব্রিজের ওপর দিয়ে নদীতে ঝাঁপ দেন। এ সময় দৌলাতদিয়াড়ের মকবুল হোসেনের ছেলে বিশারত ও মৃত মসলেমের ছেলে মহিদুল তাকে উদ্ধার করে মোশারেফের বাড়িতে রাখা হয়। পরে তার স্ত্রী জুলেখা খাতুন এসে তাকে নিয়ে যান। তিনি জানান, ওনার মাথা খারাপ আছে। জিনের হাওয়া-বাতাস লাগে। তবে প্রত্যক্ষদর্শীরা সন্দেহ করে জানায়, নিশ্চয় পারিবারিক কোনো সমস্যার কারণেই বৃদ্ধ আত্মহত্যার চেষ্টা করেছেন।