স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা প্রগতি মডেল বিদ্যাপীঠের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজমাঠে হাজি শরীফ উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার রশীদুল হাসান। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক, ছবি আঁকা, কবিতা আবৃত্তিতে শিশুদের মানসিক মেধার বিকাশ ঘটে। ফলে এ অনুষ্ঠান ধারাবাহিকভাবে অব্যাহত রাখতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান। মো. পাপন কায়সারের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী। সার্বিক সহযোগিতা করেন লিপি ও শান্ত।