গাংনী উপজেলা নির্বাচনে মকবুল হোসেন এমপি সমর্থিত চেয়ারম্যানপ্রার্থী মুকুল

 

দলীয় একক প্রার্থী চড়ান্তে আজ তৃণমলের ভোট

গাংনী প্রতিনিধি: নানা জল্পনা-কল্পনা শেষে মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মকবুল হোসেনের সমর্থন পেলেন উপজেলা নির্বাচনের প্রার্থীরা। গতকাল রোববার দুপুরে নিজ বাসভবনে মকবুল হোসেন প্রার্থীদের নাম ঘোষণা করেন। চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মকলেছুর রহমান মুকুল, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আহসান উল্লাহ মোহন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক বর্তমান ভাইস চেয়ারম্যান সেলিনা মমতাজ কাকলী। চেয়ারম্যান পদে অপর দু প্রার্থী জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন ও জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক শহিদুল ইসলামের মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে। বিভিন্ন স্তরের নেতাকর্মী ও প্রার্থীদের মতামত নিয়ে সমঝোতার মাধ্যমে একক প্রার্থী চূড়ান্ত করা হয়েছে বলে জানান মকবুল হোসেন। তবে এখনই দলীয় একক প্রার্থী চূড়ান্ত হচ্ছে না। আওয়ামী লীগের অপর পক্ষ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন ও সাধারণ সম্পাদক এমএ খালেক পক্ষের প্রার্থী রয়েছেন। চেয়ারম্যান পদে সাহিদুজ্জামান খোকন ও ভাইস চেয়ারম্যান পদে আবুল কালাম। উভয় পক্ষের প্রার্থীদের মধ্য থেকে আজ সোমবার দলীয় একক প্রার্থী চূড়ান্ত করা হবে। এ লক্ষ্যে উপজেলা আওয়ামী লীগের সকল সদস্য, ইউনিয়ন ও গ্রাম আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক, পৌরসভা ও পৌরসভার সকল ওয়ার্ডের সভাপতি-সম্পাদক এবং গাংনীতে বসবাসকারী জেলা আওয়ামী লীগের সদস্যবৃন্দ। ভোট দিয়ে একক প্রার্থী নির্ধারণ করবেন। বাংলাদেশ আওয়ামী লীগের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেলের উপস্থিতিতে আজ সকাল ১০টা থেকে উপজেলা মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হবে। শুক্রবার ঢাকায় উভয় পক্ষের নেতৃবৃন্দের সভায় তৃণমূলের এ ভোটের সিদ্ধান্ত হয়। মোট ভোটার  ৩৬০টি। তবে এ প্রক্রিয়া নিয়ে ইতোমধ্যে রাজনতিক বিশ্লেষণ ও বিভিন্ন মেরুকরণ হচ্ছে বলে জানা গেছে। চলছে চুলচেরা হিসাব-নিকাশ। ভোটের মধ্যদিয়ে একক প্রার্থী নির্ধারণ হলেও তা কোনো পক্ষ ও প্রার্থী কতোটুকু মেনে নেবেন তা দেখার অপেক্ষায় রয়েছেন ভোটার ও কর্মীরা। তবে প্রার্থীরা ভোটারদের সাথে যোগাযোগ রক্ষা করে নিজের পক্ষে ভোট নেয়ার প্রাণপন চেষ্টা করে যাচ্ছেন।