স্টাফ রিপোর্টার: সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে কেরুজ ঘোলদাড়ি বাণিজ্যিক খামারের জমিতে ভুট্টার চাষ করা হয়েছে। কর্তৃপক্ষ বলছে, ফার্মের সম্পদ রক্ষা করতে এ ব্যবস্থা নেয়া হয়েছে। মানা হচ্ছে না করপোরেশেনের নির্দেশনা।
জানা গেছে, কেরুজ ঘোলদাড়ি বাণিজ্যিক খামারের ১২ বিঘা জমি ওই ফর্মের ৪ জন পাহারাদারের নিকট লিজ দেয় ফার্ম কর্তৃপক্ষ। অভিযোগ উঠেছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করেই নাকি ওই ৪ জন পাহারাদার লিজ নেয়া জমিতে ভুট্টার চাষ করেছে। এদিকে চিনি ও খাদ্যশিল্প করপোরেশন থেকে নির্দেশনা আছে কেরুজ জমিতে কোনো প্রকার ভুট্টার চাষ করা যাবে না। এ বিষয়ে ফার্ম ম্যানেজার আব্দুল কুদ্দুস বলেন, এলাকার পরিবেশ খারাপ। তাই ওই ফার্মের জমি রক্ষা করতে লিজ দেয়া জমিতে ভুট্টার চাষ করতে দেয়া হয়েছে। এ বিষয়ে চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক বলেন, বিষয়টি আমার জানা নেই। আমি বাইরে আছি, ফিরে বিষয়টি খতিয়ে দেখবো।