দলের প্রার্থীদের নির্বাচিত করতে ভোটযুদ্ধে ঝাঁপিয়ে পড়ুন
দর্শনা অফিস: আসন্ন উপজেলা নির্বাচনকে সামনে রেখে দলের প্রার্থীদের নির্বাচিত করণের লক্ষ্যে দর্শনায় আ.লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সাথে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগরের আয়োজনে, উপজেলা আ.লীগের সহযোগিতায় গতকাল শনিবার সকাল ১০টার দিকে দর্শনা ডাকবাংলো চত্বরে অনুষ্ঠিত কর্মীসমাবেশের সভাপতিত্ব করেন উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যকালে এমপি আলী আজগার টগর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে সারাদেশে শুরু হয়েছে উন্নয়নমূলক কার্যক্রম। এ কার্যক্রমকে ধরে রাখতে আমাকে যেমন নির্বাচিত করেছেন, তেমনিভাবে উপজেলা নির্বাচনে দলের প্রার্থীদের নির্বাচিত করতে হবে। সেক্ষেত্রে যে যেখান থেকে সম্ভব সব ধরণের সহযোগিতার জন্য থাকতে হবে প্রস্তুত। সকল ভেদাভেদ ভুলে ক্লান্তিহীনভাবে প্রার্থীদের নির্বাচিত করতে এখন থেকেই ঝাঁপিয়ে পড়তে হবে ভোটযুদ্ধে। সমাবেশে বক্তব্য দেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান পদে আ.লীগের প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান জেলা আ.লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ, ভাইস চেয়ারম্যানপ্রার্থী শহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী লাইলী আকবর, জেলা আ.লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান হাজি সহিদুল ইসলাম, দর্শনা পৌর আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা হাবিবুল্লাহ বাহার, রহমতুল্লাহ, মুনতাজ আলী, আবু সাঈদ খোকন, শফিকুল আলম, শওকত আলী, গোলাম ফারুক আরিফ, আ. করিম, আলী মুনসুর বাবু, রেজাউল হক, উসমান গণি, সরোয়ার হোসেন, হাজি জয়নাল আবেদীন, নজির আহম্মেদ। উপজেলা আ.লীগের যুগ্মসম্পাদক ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলমের উপস্থাপনায় অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা খলিলুর রহমান ভুট্টো, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড রফিকুল ইসলাম রান্টু, মোমিনুল ইসলাম, আবু জাফর, মোশাররফ হোসেন, আব্দুর রফিক কাবি, কেরুজ শ্রমিক নেতা আজিজুল হক, রিকসা শ্রমিক ইউনিয়নের সভাপতি হবা জোয়ার্দ্দার, যুবলীগ নেতা শফিকুল কবির ইউসুফ, অ্যাড আবু তালেব, আ. হান্নান ছোট, হযরত আলী, সেলিম উদ্দিন বগা, আজিজুর রহমান বাবু, শেখ আসলাম আলী তোতা, ইকবাল হোসেন, মামুন শাহ, সোলায়মান কবির, সাইফুল ইসলাম, ফয়সাল, আসাদুল, হাফিজ মল্লিক, ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম ববি, নাহিদ পারভেজ, মনির সরদার, আলামিন, লোমান, চঞ্চল, রুবেল প্রমুখ।