অস্ট্রেলিয়ায় দাবানল : জরুরি সতর্কতা

মাথাভাঙ্গা মনিটর: অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলজুড়ে ছড়িয়ে পড়েছে দাবানল। গরম আবহাওয়া আর দমকা বাতাসের কারণে আগুনের তীব্রতা বাড়ছে। ভিক্টোরিয়া রাজ্যে ৭০টিরও বেশি স্থানে ছড়িয়ে পড়েছে আগুন। জরুরি সতর্কতা জারি করা হয়েছে ১৫ জায়গায়। কর্মকর্তারা বলছেন, ভিক্টোরিয়ায় অসংখ্য বাড়ি ভস্মীভূত হয়েছে। আহত হয়েছে একজন দমকলকর্মী। অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর মেলবোর্নের বাইরের শহরতলীতে আগুন ছড়িয়ে পড়েছে। অঞ্চল ছেড়ে সরে যেতে বলা হয়েছে কিছু অধিবাসীকে। ২০০৯ সালের পর ভিক্টোরিয়ায় সবচেয়ে খারাপ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ওই সময় দাবানলে অস্ট্রেলিয়ার ১৭৩ জন নিহত এবং ২ হাজার বাড়ি পুড়ে যায়। দক্ষিণ অস্ট্রেলিয়া এবং নিউ সাউথ ওয়েলস এ জরুরি অগ্নিনির্বাপণ কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।