আলমডাঙ্গা ব্যুরো: ফেনসিডিল কেনার টাকা জোগাড় করতে রাতের আধাঁরে রাস্তার গাছ চুরি করে কাটার সময় তপু নামে এক যুবকে হাতেনাতে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে গ্রামবাসী। গত শুক্রবার রাতে আলমডাঙ্গার ফরিদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, গত শুক্রবার রাতে ১০/১১ জনের একটি সংঘবদ্ধ দল আলমডাঙ্গার ফরিদপুর গ্রামের রাস্তার গাছ চুরি করে কাটার সময় টের পেয়ে গ্রামবাসী গাছ চোরদের তাড়া করে অপু নামের এক যুবককে পাকড়াও করে। পরে তাকে গ্রামবাসী পুলিশের হাতে তুলে দেয়। তপু কেদারনগর গ্রামের আশরাফুল হকের ছেলে। তপু জানিয়েছে ফেনসিডিল কেনার টাকা জোগাড় করতে তারা রাস্তার গাছ চুরি করে কেটে বিক্রি করতে চেয়েছিলো।