স্টাফ রিপোর্টার: দেড় বছরের কন্যাশিশু খাদিজাকে মাথায় তুলে আছাড় মেরেছে প্রতিবেশী বালক কাকন। এতে খাদিজার একটি পা ভেঙে গেছে। গুরুতর আহত অবস্থায় খাদিজাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খেলাধুলাকে কেন্দ্র করে দামুড়হুদার পোতারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়নের পোতারপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে পারভেজ (১২) ও এমদাদুলের ছেলে কাকন (১২) গতকাল শনিবার বিকেলে খেলাধুলার সময় গণ্ডগোল করে। এক পর্যায়ে কাকন মায়ের উসকানিতে ক্ষুব্ধ হয়ে বাড়িতে ঢুকে পারভেজের বোন খাদিজাকে (৩০) মাথায় তুলে আছাড় মারে। এতে সে গুরুতর আহত হয় এবং তার ডান পা ভেঙে যায়। খাদিজাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।