বাংলাদেশি কৃষক নূর ইসলামকে ফেরত
দর্শনা অফিস/দামুড়হুদা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদার বাড়াদী সীমান্ত থেকে নুর ইসলাম (৬৫) নামের এক বাংলাদেশিকে আটকের পর পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে ফেরত দিয়েছে বিএসএফ। গতকাল শনিবার বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত সীমান্তের ৮১ নং মেন পিলারের কাছে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিএসএফ আটক নূর ইসলামকে বিজিবির কাছে হস্তান্তর করলে সন্ধ্যা ৭টার দিকে বিজিবি তাকে দামুড়হুদা থানায় সোপর্দ করে। পতাকা বৈঠকে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের বাড়াদি ক্যাম্পের কমান্ডার তরিকুল ইসলাম। ভারতের নদীয়া জেলার চাপড়া থানার ১১৩ ব্যাটালিয়নের বিজয়পুর ক্যাম্পের কমান্ডার জিপ শিং।
বাড়াদী বিজিবি ক্যাম্পের কমান্ডার তরিকুল ইসলাম জানান, গত ৩১ জানুয়ারি দামুড়হুদা উপজেলার কামারপাড়া গ্রামের ওসমান মণ্ডলের ছেলে নুর ইসলাম সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে মেয়ের বাড়িতে বেড়াতে যান। গতকাল শনিবার দুপুরে সীমান্তের ৮১ নম্বর মেন পিলারের কাছ দিয়ে বাংলাদেশে প্রবেশ করার সময় বিজয়পুর ক্যাম্পের টহলরত বিএসএফ তাকে আটক করে। পরে বিকেল ৩টার দিকে নুর ইসলামকে ফেরত চেয়ে বিজিবি চিঠি দিলে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ তাকে ফেরত দেয়।