চাষির ঘরে থাকলে আলু
দাম পড়ে যায় বারবার,
বুঝি বুঝি ভালোই বুঝি
এসব কাদের কারবার!
মুলো মোটা মানুষ হলে
মাথা ঘামায় সরকার,
কিন্তু চাষির বিপদ এলে
ভাবনা কী সে দরকার?
খবর: (পানির দরে বিক্রি হচ্ছে আলু : চাষিরা হতাশ)
ব্যবসায়ীদের হাতে গেলেই
আলুর বাজার আগুন,
হায়রে চাষি কপাল পোড়া
পারলে খানিক জাগুন।
Ñআহাদ আলী মোল্লা