স্টাফ রিপোর্টার: ঝিনাইদহের পোড়াহাটি থেকে চারটি তাজা বোমা ও দেশিয় অস্ত্রসহ মিঠু বিশ্বাস (৩৬) নামে এক আওয়ামী লীগ কর্মীকে গ্রেফতার করেছে র্যাব। গতকাল শনিবার সন্ধ্যায় তাকে সদর উপজেলার পোড়াহাটি গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার বাড়ি তল্লাশি করে চারটি তাজা বোমা, সাতটি রামদা পাওয়া যায়।
স্থানীয় সূত্র জানায়, শমসের বিশ্বাসের ছেলে মিঠু বিশ্বাস। সে পোড়াহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য। সে এলাকায় ত্রাস সৃষ্টি, বোমাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিলো বলে এরাকাবাসীর অভিযোগ।
র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার মেজর হাবিবুল্লাহ জানান, উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রচারণায় বাধা দেয়াসহ নির্বাচনী পরিবেশ বিঘ্ন ঘটানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া ঝিনাইদহ সদর থানায় মিঠু বিশ্বাসের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।