উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে
জীবননগর ব্যুরো: জীবননগরে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ জীবননগর উপজেলা শাখার সহযোগী সংগঠন ও তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার উপজেলার পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়মাঠে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বর্তমান উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে জয়ী হতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে যেভাবে তিনি ডিজিটাল বাংলাদেশ গড়েছেন তারই ধারাবাহিকতায় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী উপজেলা নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে যে যেখানে আছে সেখান থেকেই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক উপাধ্যক্ষ নজরুল ইসলাম, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক এসএম জাকারিয়া আলম, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, আব্দুল কাদের প্রধান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বজলুর রহমান, আশরাফ আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান প্রার্থী আবু মো. আব্দুল লতিফ অমল, সাধারণ সম্পাদক মুন্সী নাসির উদ্দীন, উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন খান, আন্দুলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক শেখ শফিকুল ইসলাম মোক্তার, সাংগঠনিক সম্পাদক মীর মকলেচুর রহমান টজো, সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি আব্দুল মালেক মোল্লা, সাধারণ সম্পাদক আব্দুস শুকুর, বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হাফিজুর রহমান হাফিজ, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আয়েশা সুলতানা লাকী প্রমুখ। সভায় উপস্থাপনা করেন যুবলীগ নেতা আব্দুস সালাম ইশা।