চুয়াডাঙ্গা সদর উপজেলা জাসদের কর্মীসমাবেশে জাসদ নেতা বাবু

 

সাম্প্রদায়িকার বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বা

ডিঙ্গেদহ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলা জাসদের কর্মীসমাবেশ গতকাল শনিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সভাকক্ষে অনুষ্ঠিত হয়। জেলা জাসদের সাধারণ সম্পাদক অ্যাড. আকসিজুল ইসলাম রতনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক আনোয়ারুল ইসলাম বাবু। তিনি মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্য সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। চুয়াডাঙ্গা পৌর জাসদের সভাপতি আতিয়ার রহমানের উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন- জেলা জাসদ নেতা এম সবেদ আলী। জেলা জাসদের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ হারুন-অর-রশিদ, জীবননগর সদর উপজেলা জাসদের সভাপতি সামসুল আলম। বক্তব্য রাখেন- জাসদ নেতা কলম উদ্দিন, মসলেম উদ্দিন মেম্বার, মকবুল হোসেন, আ. হামিদ, ইমান হোসেন প্রমুখ।