চিৎলা স্বাস্থ্যকমপ্লেক্সের সামনে ছিনতাইকারীদের তাণ্ডব
কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা কার্পাসডাঙ্গা সড়কে চিৎলা স্বাস্থ্যকমপ্লেক্সের সামনে দিনদুপুরে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীরা চুলব্যবসায়ী হবির কাছ থেকে ছিনিয়ে নিয়েছে দেড়লাখ টাকার চুল।
জানা গেছে, গতকাল শনিবার বেলা ১২টার দিকে কার্পাসডাঙ্গা ইউনিয়নের কুতুবপুর গ্রামের কাটাবাগানপাড়ার মৃত শাহাদত কাগের ছেলে হবি কাগ চুয়াডাঙ্গা থেকে করিমনযোগে এক বস্তা চুল নিয়ে কার্পাসডাঙ্গায় যাচ্ছিলেন। এ সময় হবি দামুড়হুদা কার্পাসডাঙ্গা সড়কের চিৎলা হাসপাতালের সামনে এসে পৌঁছুলে মোটরসাইকেলযোগে তিন ছিনতাইকারী তার গতিরোধ করে। ছিনতাইকারীরা হবিকে প্রাণনাশের ভয় দেখিয়ে তার কাছ থেকে এক বস্তা চুল ছিনিয়ে নিয়ে দ্রুত মোটরসাইকেলযোগে পালিয়ে যায়। ছিনতাইকৃত চুলের মূল্য দেড়লাখ টাকা বলে জানিয়েছেন হবি কাগ। দিনদুপুরে ছিনতাইয়ের ঘটনায় হতবাক হয়ে পড়েছে এলাকাবাসী।