আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার শেফা ক্লিনিকে ভাঙ্চুর করা হয়েছে। ক্লিনিকের অপারেশন থিয়েটারের ইনচার্জকে চাকুরিচ্যুতির ঘটনায় ক্ষুদ্ধ হয়ে ওই ভাঙ্চুরের ঘটনা ঘটানো হয়েছে।
জানা গেছে, আলমডাঙ্গা শহরের শেফা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের অপারেশন থিয়েটারের ইনচার্জ আসমা খাতুন ২ দিনের ছুটি নিয়ে দীর্ঘ ১০ দিন পর চাকুরিতে যোগদান করেন। এ ঘটনায় ক্লিনিক কর্তৃপক্ষ তাকে চাকুরিচ্যুত করে। ওই ঘটনায় ক্ষুদ্ধ হয়ে আসমা খাতুনের স্বামী কলেজপাড়ার জাহিদ হোসেন লোকজন দিয়ে শেফা ক্লিনিকে হামলা চালিয়ে কাউন্টারের গ্লাস ভাঙ্চুর করে।