স্টাফ রিপোর্টার: ফেনী শহরের ট্রাংক রোডের আবেদীন জুয়েলার্সে শতাধিক ককটেল ফাঁটিয়ে ৫শ ভরি সোনা ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের গুলিতে দোকান মালিকসহ ৫ জন গুলিবিদ্ধ হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা ৭টার দিকে ফেনী প্রেসক্লাবের পাশে খাজা আহম্মেদ রোডের কাছে ডাকাতদলের সদস্যরা অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ফিল্মি স্টাইলে আবেদীন জুয়েলার্সে ঢুকে পড়ে। পরে তারা দোকান থেকে ৭শ ভরি সোনা নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ৩ কোটি টাকা। এ সময় অতর্কিত ককটেল ও গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। থানা থেকে মাত্র ২শ গজের মধ্যেই দুর্ধর্ষ এ ডাকাতির ঘটনা ঘটে। পুলিশ দ্রুত ঘটনাস্থলের দেড়শ গজের মধ্যে অবস্থান নেয়। কিন্তু গুলি ও বোমা নিক্ষেপের কারণে তারা কিছু করতে পারেনি। খবর পেয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হলেও কাউকে গ্রেফতার করতে পারেনি।