মোমিনপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের থ্রি হুইলার সিএনজি মালিক সমিতির নেতৃবৃন্দ বাস-মালিকদের বিরুদ্ধে বিক্ষোভসহ বিভিন্ন দাবি নিয়ে আলোচনাসভা করেন। বৈধ গাড়ি কিনে সড়কে যাতায়াতে বাধা সৃষ্টি, যাত্রী নামিয়ে নেয়া, বাসস্ট্যান্ডে থ্রি হুইলার রাখতে বাধা দেয়ার প্রতিবাদে গতকাল শনিবার দুপুরে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের পূর্বকমলাপুর ব্রিজমোড়ে বিক্ষোভসহ আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এ সময় চালকরা তাদের গাড়ি চলাচল বন্ধ রেখে বিক্ষোভ করতে থাকেন। পরে জনপ্রতিনিধিদের সাথে তারা আলোচনা করেন।
জানা গেছে, গতকাল দুপুরে পূর্বকমলাপুর ব্রিজমোড়ে থ্রি হুইলার মলিক সমিতির সভাপতি হেলাল উদ্দীনের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন- মোমিনপুর ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার, খাদিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম মণ্ডল, আওয়ামী লীগ নেতা মজিবর রহমান লাড্ডু, সমিতির সহসভাপতি মো. ইসাহক মাস্টার প্রমুখ। চেয়ারম্যান ফারুক বলেন, আপনারা যতো তাড়াতাড়ি সম্ভব গাড়ির রেজিস্ট্রেশন করুন। আমি আপনাদের সহযোগিতা করবো। তিনি বলেন, আপনাদের সমস্যাগুলো হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনকে জানাবো এবং জেলা প্রশাসককে বিষয়টি অবগত করবো। তাদের অভিযোগ, চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের চুয়াডাঙ্গার একাডেমী মোড় বাসস্ট্যান্ড এবং আলমডাঙ্গা বাসস্ট্যান্ডে আমাদের গাড়ি রাখতে দেয়া হয় না। আমাদের বাধ্য হয়ে বাসস্ট্যান্ড থেকে অনেক দূরে গাড়ি রাখতে হয়। এছাড়া সড়কে চলাচলের সময় অনেক সময় বাসমালিকদের ভাড়া করা মস্তান দিয়ে আমাদের লাঞ্ছিত করে যাত্রী নামিয়ে নেয়া হয়। শহরের ভেতর গাড়ি চলাচলে বাধা সৃষ্টি করে। অভিযোগকারীরা জানান, আমরা ঋণ ও ধার-দেনা করে এসব গাড়ি কিনেছি অর্থ উপার্জনের জন্য। আমরা বৈধ গাড়ি কিনে কেন প্রতিদিন আতঙ্কে থাকবো?