স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবির ক্যাডারদের হাতে নিহত ছাত্রলীগকর্মী ফারুক হোসেনের পরিবারসহ বিএনপি ও জামায়াত-শিবিরের সহিংসতায় ক্ষতিগ্রস্ত ৭৭ জনকে আর্থিক অনুদান দিচ্ছেন প্রধানমন্ত্রী। আজ শনিবার রাজশাহীর চারঘাট উপজেলার সারদায় সহিংসতায় ক্ষতিগ্রস্তদের সাথে মতবিনিয়কালে তাদের এ সহায়তার চেক প্রদান করবেন। গতকাল শুক্রবার রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. আ.ন.ম বজলুর রশিদ এ তথ্য জানিয়েছেন। ড. আ.ন.ম বজলুর রশিদ জানান, বৃহস্পতিবার রাতেই প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সহিংসতায় ক্ষতিগ্রস্ত ৭৭ জনকে সহায়তা দেয়ার একটি তালিকা পাঠানো হয়। ওই তালিকায় ছাত্রলীগের ১৫ নেতাকর্মী রয়েছেন। এছাড়া ক্ষতিগ্রস্তদের তালিকায় রয়েছেন রাজশাহী নগরীর ৭ জন, চারঘাট উপজেলার ১২ জন, বাঘা উপজেলার ১৩ জন ও পবা উপজেলার ৩০ জন। এদের মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা পাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সহিংসতায় নিহত ছাত্রলীগ কর্মী ফারুক হোসেনের পরিবার। সর্বনিম্ন ২০ হাজার টাকা পর্যন্ত অনুদান নেয়া হবে। আজ শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী পুলিশ সুপারদের সমাপনী কুচকাওয়াজে অংশ নেবেন। বিকেলে সারদা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।