মেহেরপুর অফিস: মেহেরপুর মদনাডাঙ্গা-বেলতলাপাড়া সড়কে একটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীদের হামলায় মারাত্মক আহত হয়েছে এক আলগামন চালক। তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, মেহেরপুর সদর উপজেলার উত্তর শালিকা গ্রামের নিফাল মণ্ডলের ছেলে হাফিজুল (৩২) গতকাল শুক্রবার ভোরের দিকে আলমপুর ধেকে বাড়ি ফিরছিলো। মদনাডাঙ্গা-বেলতলাপাড়া সড়কের মাঝামাঝি স্থানে ৭/৮ জনের একদল ছিনতাইকারী তার গতিরোধ করে। তারা তাকে মারপিট করে এবং তার মোবাইল ও টাকা-কড়ি কেড়ে নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠায়।