মুজিবনগর প্রতিনিধি: আসন্ন উপজেলা নির্বাচনে দলীয় প্রার্থীদের বিজয়ী করতে কৌশল নির্ধারনের লক্ষ্যে মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে মুজিবনগর আম্রকানন শেখ হাসিনা মঞ্চে অনুষ্ঠিত সভায় বাগোয়ান ইউনিয়ন আ.লীগের সভাপতি আলবিনু মণ্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আ.লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মিয়াজান আলী। বিশেষ অতিথি ছিলেন জেলা আ.লীগের সহসভাপতি আব্দুল মোমিন চৌধুরী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন। বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী জিয়াউদ্দীন বিশ্বাস, ভাইস চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম মোল্লা ও বাগোয়ান ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক কুতুবউদ্দীনসহ নেতৃবৃন্দ। অনুষ্ঠানে ভবেরপাড়া গ্রাম বিএনপির সাবেক সম্পাদক নুর ইসলাম পচুসহ বিএনপি সমর্থক কয়েকজন প্রধান অতিথির হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন।