মাথাভাঙ্গা মনিটর: ক্রিশ্চিয়ানো রোনালদোকে লাল কার্ড দেখানো সেই রেফারি এবার উল্টো শাস্তি পেলেন। মিগুয়েল অ্যাঞ্জেল আইজা গ্যামেজ নামের এ রেফারিকে স্প্যানিশ লা-লিগায় এক মাসের জন নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া এ মরসুমে রিয়াল মাদ্রিদের কোনো ম্যাচে তিনি দায়িত্ব পালন করতে পারবে না বলে সিদ্ধান্ত নিয়েছে লা-লিগার রেফারিং টেকনিক্যাল কমিটি (সিটিএ)। গত সপ্তায় লা-লিগায় অ্যাথলেটিকে বিলবাওয়ের সাথে ১-১ গোলে ড্র করে রিয়াল মাদ্রিদ। খেলার ৭৫ মিনিটে বিলবাওয়ের অধিনায়ক কার্লোস গুরপেগির সাথে বিতর্কে জড়িয়ে পড়েন রোনলদো। কার্লোসকে মাথা দিয়ে ধাক্কা দেন তিনি। এই অপরাধে রোনালদোকে সরাসরি লাল কার্ড দেখিয়ে মাঠ ছাড়া করেন রেফারি মিগুয়েল। পরে মাঠে অযাচিত আচরণের জন্য এক ম্যাচ ও রেফারির লাল কার্ড দেখানোর পরও মাঠ ছাড়তে অস্বীকৃতির জন্য দু ম্যাচ মোট তিন ম্যাচে নিষিদ্ধ করা হয়েছে রোনালদোকে। এছাড়া ১,০০০ পাউন্ড জারিমানাও করা হয়েছে এ পর্তুগিজকে। এতে ২০১৩ সালের ব্যালন ডি’অরজয়ী এ উইঙ্গার লা-লিগায় সামনের তিন ম্যাচে ভিলারিয়াল, গেটাফে ও এলচির বিরুদ্ধে খেলতে পারবেন না। তবে কোপা ডেল রে’র ম্যাচে তিনি অংশগ্রহণ করতে পারবেন। ২৯ বছর বয়সী এ পর্তুগিজের এটি ছিলো ক্যারিয়ারের সপ্তম লাল কার্ড। তবে রোলানদোকে লাল কার্ড দেখিয়ে রেহাই পাচ্ছেন না রেফারি মিগুয়েল। ম্যাচ পরিচালনায় যথাযথ দক্ষতা না দেখানোর জন্য তাকে এ শাস্তি দেয়া হয়েছে। টেকনিক্যাল কমিটির এ সিদ্ধান্তে হতবাক রেফারি মিগুয়েল। তিনি বলেন, আমি এ সিদ্ধান্তে অবাক হয়েছি।