মাথাভাঙ্গা মনিটর: দক্ষিণ আফ্রিকায় একটি সোনার খনিতে আগুন লেগে ও পাথর ধসের ঘটনায় নিহত ৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। রাজধানী জোহানেসবার্গের পশ্চিমে অবস্থিত দোর্নকোপ খনিটির আরো একজন কর্মী এখনো নিখোঁজ রয়েছেন বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। খনিটির মালিক হারমোনি গোল্ড জানান, এর আগে মাটির নিচের নিরাপদ আশ্রয়স্থল থেকে আরো আটজন খনি শ্রমিককে উদ্ধার করে বাইরে নিয়ে আসা হয়েছে। মঙ্গলবার বিকেলে মাটির নিচে প্রায় ১৭শ’ মিটার (৫৬শ’ ফুট) গভীরে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে জাতীয় খনিশ্রমিক ইউনিয়নের (এনইউএম) ধারণা ভূমিকম্পন থেকে পাথর ধস শুরু হওয়ার পর সেখানে আগুন লেগে যায়। ওই এলাকায় ভূকম্পনের ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন হারমোনি গোল্ডও। ধোঁয়া ও পাথর ধসের কারণে শুরুতে উদ্ধারকর্মীদের খনির ভেতরে প্রবেশ করতে বেশ কষ্ট করতে হয়েছে।