দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার দেউলীর মোড় থেকে চিৎলা কদমতলার মোড় পর্যন্ত রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ছোট-বড় অসংখ্য গর্ত আর খানাখন্দে ভর্তি এ জনগুরুত্বপূর্ণ রাস্তাটি ব্যবহার উপযোগী করতে জরুরি ভিত্তিতে সংস্কারের প্রয়োজন দেখা দিয়েছে। প্রতিদিন অসংখ্য ইটভাটার মাটিভর্তি ট্রাক্টর চলাচল করায় রাস্তাটির এ বেহাল দশার সৃষ্টি হয়েছে বলে অনেকেই মন্তব্য করলেও কেউ কেউ অতি নিম্নমাণের কাজের জন্য সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানকেই দায়ী করেছেন। জনগুরুত্বপূর্ণ এ রাস্তাটি জরুরি ভিত্তিতে সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকার ভুক্তভোগী মহল।