আলমডাঙ্গা ব্যূরো:আলমডাঙ্গা উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের চূড়ান্ত প্রার্থী হেলাল উদ্দীন গতকাল ব্যাপক গণসংযোগ করেছেন। তিনি গতকাল বিকেলে উপজেলার বেলগাছি, খেজুরতলা, ঘোলদাড়ি বাজারে গণসংযোগ করেন। উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সহসভাপতি আওরঙ্গজেব মোল্লা টিপু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদির গনু, ভাইস চেয়ারম্যান প্রার্থী কাজী খালেদুর রহমান অরুন, পৌর সভাপতি আবু মুছা, সম্পাদক সিরাজুল ইসলাম, আবুল কাশেম, চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টু প্রমুখ।
দর্শনা অফিস জানিয়েছে, গতকাল শুক্রবার দর্শনা পৌর শহরের শ্যামপুরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আজাদুল ইসলাম আজাদের নির্বাচনী মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। শ্যামপুর মাঝপাড়ায় অনুষ্ঠিত মতবিনিময়সভার সভাপতিত্ব করেন আজিম মল্লিক। আলোচনা করেন উপজেলা চেয়ারম্যান আজাদুল ইসলাম আজাদ, আমাদ আলী, সানোয়ার হোসেন, সিরাজুল মোল্লা, হানিফ মল্লিক, হাবিবুল্লাহ বিশ্বাস, লিয়াকত আলী, মওলা বক্স, আব্দুল হান্নান ছোট, তোতা বিশ্বাস প্রমুখ। উপস্থাপনা করেন কামরুজ্জামান যুদ্ধ। সভায় দলমত নির্বিশেষে মহল্লাবাসী উপস্থিত ছিলো।
জীবননগর ব্যুরো জানিয়েছে, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগের আবু মো. আ. লতিফ অমল, ভাইস চেয়ারম্যান প্রার্থী হাফিজুর রহমান, বিএনপির সম্ভাব্য প্রার্থী ফারহানা আক্তার রিনি ও জামায়াতের ইসলামীর একক প্রার্থী অধ্যাপক খলিলুর রহমান গতকাল শুক্রবার উপজেলার বিভিন্ন গ্রামে নির্বাচনী গণসংযোগ করেন। গতকাল চেয়ারম্যান প্রার্থী ফারহানা আক্তার রিনি পৌর শহরের হাইস্কুল পাড়া, লক্ষ্মীপুর, ইসলামপুর, আঁশতলাপাড়া ও নতুন তেঁতুলিয়া গ্রামের বিভিন্ন পাড়া-মহল্লা ও দোকানে গিয়ে গণসংযোগ করেন। চেয়ারম্যান প্রার্থী আব্দুল লতিফ অমল ও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হাফিজুর রহমান গতকাল উপজেলার ধোপাখালী এলাকায় নির্বাচনী গণসংযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন- থানা আওয়ামী লীগ সহসভাপতি আশরাফ আলী, ওয়ার্ড সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, থানা কমিটির সদস্য শহিদুল ইসলাম, মঙ্গলমীর বদরউদ্দীন বাদল, আবু হানিফ, সেন্টু, রাজিবুল, আতিয়ার, বজলুর রহমান, রাজা, যুবলীগ নেতা কবির, মামুন, শরিফুল, ছোট বাবু, শিপলু, জুয়েল, টিক্কা, ইমরান, শফিক, পৌর আওয়ামী লীগ নেতা ইনামুল হক, রনি বিশ্বাস, ছাত্রলীগ নেতা শোয়েব আহাম্মেদ অঞ্জন, জীবননগর থানা ছাত্রলীগ সভাপতি ওয়াসিম রাজা, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল আলম মানিক প্রমুখ।
অপরদিকে চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক খলিলুর রহমান দিনব্যাপি হাসাদহ ইউনিয়নের বৈদ্যনাথপুর, কর্ন্দপপুর, হাসাদহ মাঝপাড়া ও পনেরসতিপাড়া গ্রামে এবং রাতে জীবননগর বাজারে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে গণসংযোগ করেন। গণসংযোগকালে উপস্থিত ছিলেন- হাসাদহ ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম মাস্টার, হাসাদহ ইউনিয়ন আমির কামাল হোসেন, সেক্রেটারি কবির হোসেন, বাঁকা ইউনিয়ন সেক্রেটারি হাফিজুর রহমান, জামায়াত নেতা শফিকুল ইসলাম শিমুল, শিবিরের উপজেলা সভাপতি ফারুক হোসেন, পৌর শিবির সভাপতি মোস্তাফিজুর রহমান মিলন, সিরাজুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা।
মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুর সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মো. গোলাম রসুল গতকাল শুক্রবার বিকেলে পিরোজপুর ইউনিয়নের সোনাপুর গ্রামে নির্বাচনী পথসভা করেন। বক্তব্য রাখেন- মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মিয়াজান আলী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, জেলা বঙ্গবন্ধু পরিষদের আহ্বায়ক অ্যাড. আব্দুস সালাম, পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, জেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সাধারণ সম্পাদক তারিক হোসেন প্রমুখ। অনুষ্ঠানে সোনাপুর গ্রাম বিএনপির সভাপতি আবুল হোসেনের নেতৃত্বে বেশ কিছু বিএনপি সমর্থক আলহাজ মো. গোলাম রসুলের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে আওয়ামী লীগে যোগ দেন।