স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর উপজেলা লোকমোর্চার বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার ঝিনাইদহের কোর্টচাঁদপুর উপজেলার বলুহর কেন্দ্রীয় হ্যাচারি কমপ্লেক্স (বলুহর বাওড়) চত্বরে অনুষ্ঠিত হয়েছে। বনভোজনে আমন্ত্রিত অতিথি ছিলেন জেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক শাহ আলম সনি ও রিসো’র নির্বাহী পরিচালক জাহিদুল ইসলাম।
আমন্ত্রিত অতিথি ও অংশগ্রহণকারীদের স্বাগত জানান উপজেলা লোকমোর্চার সভাপতি সহিদুল হক বিশ্বাস ও সাধারণ সম্পাদক পারভীন লায়লা। সমাজসেবায় বিশেষ অবদান রাখার জন্য উপজেলা লোকমোর্চার সহসভাপতি শাহানা ইউসুফ কেয়াকে বছরের সেরা সমাজকর্মী হিসেবে সম্মাননা জানানো হয়।
বনভোজনে অংশগ্রহণকারীরা গান, কৌতুক, গল্পসহ বিনোদনমূলক অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে ৱ্যাফেল ড্র অনুষ্ঠানটি ছিলো সবচেয়ে প্রাণবন্ত। বনভোজন শেষে অংশগ্রহণকারীরা এশিয়ার বৃহত্তম কৃষি উৎপাদন খামার দত্তনগর ও ঐতিহ্যবাহী কয়া বটতলা পরিদর্শন করেন। –প্রেসবিজ্ঞপ্তি