স্টাফ রিপোর্টার: ‘বাংলা ইশারা ভাষার ব্যবহার, শ্রবণ প্রতিবন্ধী মানুষের অধিকার’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বাংলা ইশারা ভাষা দিবস পালিত হয়েছে।
সর্বক্ষেত্রে বাংলা ইশারা ভাষার ব্যবহার নিশ্চিত করতে শ্রবণ প্রতিবন্ধী মানুষের প্রবেশাধিকার নিশ্চিত করার স্লোগানকে সামনে রেখে বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা সমাজসেবা কার্যালয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টার দিকে জেলা প্রশাসন, সমাজসেবা অধিদফতর ও এনজিও সমূহের আয়োজনে সভায় সমাজসেবা অধিদফতরের ভারপ্রাপ্ত উপপরিচালক ছানোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আনজুমান আরা। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবার রেজ্রিস্টশন অফিসার অতিয়ার রহমান, প্রভাতীর ওহিদুল ইসলাম, বন্ধন সংস্থার আলী হোসেন, প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার সমন্বয়কারী সাইদুর রহমান, দৃষ্টি প্রতিবন্ধী ছাত্র আব্দুল করীম প্রমুখ। সার্বিক অনুষ্ঠানটি পরিচালনা করেন ওয়েভ ফাউন্ডেশনের সহকারী সমন্বয়কারী নুঝাত পারভীন।
মেহেরপুর অফিস জানিয়েছে, ‘বাংলা ইশারা ভাষার ব্যবহার, শ্রবণ প্রতিবন্ধী মানুষের অধিকার’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মেহেরপুরে বাংলা ইশারা ভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনের সামনে থেকে গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেনের নেতৃত্বে একটি র্যালি বের করা হয়। র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সমাজসেবা অধিদফতরের উপপরিচালক (ভারপ্রাপ্ত) আবু বক্কর সিদ্দিক। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেন। সমাজসেবার নিবন্ধন অফিসার শাহানাজ পারভীন, মুজিবনগর উপজেলা সমাজসেবা অফিসার তৌফিকুর রহমানসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ র্যালি ও আলোচনাসভায় অংশ নেন। পরে আগের দিনের চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। মেহেরপুর জেলা সমাজসেবা অধিদফতর এ অনুষ্ঠানের আয়োজন করে।