আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা পৌর এলাকার আইনশৃঙ্খলা ভালো রাখার জন্য গতকাল শুক্রবার বিকেলে আওয়ামী লীগ ও বিএনপি নেতৃবৃন্দ মতবিনিময়সভা করেছেন। দীর্ঘদিন ২নং ওয়ার্ডের বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে বিরোধ চলে আসছিলো। পরিস্থিতি যাতে ভালো থাকে এ লক্ষ্যে গতকাল আওয়ামী লীগ ও বিএনপি নেতা-কর্মীরা মতবিনিময়সভা করেন। ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী শমসের আলি মল্লিক। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদিন গনু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী খালেদুর রহমান অরুন, উপজেলা যুবদলের আহ্বায়ক এমদাদুল হক ডাবু, যুগ্মআহ্বায়ক মাগরিবুর রহমান, রেজাউল করিম, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, হাফিজুর রহমান চমক, মজিবুল হক, ওলিউল্লাহ খান, শ্রী রতন কুমার, খাজা করিম প্রমুখ। সভায় আওয়ামী লীগ ও বিএনপি নেতৃবৃন্দ যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা ভালো রাখার জন্য অভিমত ব্যক্ত করেন।