শ্যামপুর কলোনীর সুবাস ফেনসিডিলেই রাজা

 

মেহেরপুর অফিস: গতকাল বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর জেলা সদরের শ্যামপুর কলোনীর সুবাসকে (২২) মেহেরপুর সরকারি মহিলা কলেজ গেটের সামনে দেখা গেলো। হাতে পলিথিন ব্যাগ ভর্তি ৬০-৭০টি ফেনসিডিলের খালি বোতল ছিলো। স্থানীয় যুবকরা তাকে বেসামাল অবস্থায় দেখে ধাওয়া করে। পালিয়ে মেহেরপুর ক্লিনিকের কাছে থামে। কথা বলতেই সুবাস অনেকটাই মাতাল অবস্থায় বললো আমিই রাজা! আমিই মহারাজা! ফেনসিডিল ছাড়া পৃথিবীতে আর কিছুই নেই।

স্থানীয় লোকজন জানিয়েছেন, ফেনসিডিলের কুড়িয়ে পাওয়া বোতলে যেটুকু অবশিষ্ট থাকে তা-ই পান করে সুবাস। এজন্য তার কাছে সব সময় কিছু খালি বোতল থাকেই। সুবাসের একই কর্মকাণ্ডে সমাজে বিরূপ প্রভাব পড়ছে। মেহেরপুরের সুবাস ফেনসিডিলেই রাজা আবার কখনোও মহারাজা! যুবক সুবাসের মুখে কথার সুবাস কিংবা শরীরে কোনো পারফিউমের সুবাস না পেলেও ফেনসিডিলের সুবাস পাওয়া যায়। তাই সুবাসের এ কর্মকাণ্ড বন্ধের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন সচেতন মানুষ।