স্টাফ রিপোর্টার: চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে ৪৯ কেজি সোনা আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে আরব আমিরাত থেকে আসা ফ্লাই দুবাইয়ের একটি উড়োজাহাজ থেকে এসব সোনা আটক করা হয়। বিমানবন্দরে কর্মরত কাস্টমস কর্মকর্তারা জানান, গতরাত সাড়ে ৮টার দিকে আসা ফ্লাই দুবাইয়ের ওই ফ্লাইট থেকে প্রায় ৪৯ কেজি ওজনের ৪২২টি সোনার বার উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি।