স্টাফ রিপোর্টার: সমন্বিত ভর্তি পরীক্ষা পদ্ধতি বাতিলের পর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আব্দুস সাত্তার বলেন, ২০১৩-১৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা আগামী ১৪ মার্চ অনুষ্ঠিত হবে। এ বছর সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা একসাথে হওয়ার কথা ছিলো। গত বুধবার একাডেমিক কাউন্সিলের বৈঠকে সে সিদ্ধান্ত বাতিল করে শাবিপ্রবি কর্তৃপক্ষ। এর আগে সচেতন সিলেটবাসীর ব্যানারে দাবির মুখে ভর্তি পরীক্ষার এ সমন্বিত পদ্ধতিটি বাতিলের ঘোষণা দিলে তার প্রতিবাদে শাবিপ্রবি-র অধ্যাপক জাফর ইকবাল ও তার স্ত্রী অধ্যাপক ইয়াসমীন হক তাৎক্ষণিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। তাদের এ অবস্থানের কারণে সে সময় শাবিপ্রবি কর্তৃপক্ষ পিছু হটে আসে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপাচার্য ড. আব্দুস সাত্তার বলেন, ২০১৩ সালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যুগান্তকারী পদক্ষেপ ছিলো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাথে সমন্বিত ভর্তি পরীক্ষা গ্রহণ। কিন্তু ঠুনকো কিছু সমস্যার কথা তুলে সিলেটবাসী ও শাবিপ্রবির কতিপয় শিক্ষক চলতি বছর সমন্বিত ভর্তি পরীক্ষা নিতে অনিচ্ছা প্রকাশ করে। সেকারণে এ বছর ভর্তি পরীক্ষা মার্চ মাসে নেয়া হচ্ছে এবং এতে শিক্ষার্থীদের কিছু সমস্যা হবে বলেও তিনি মন্তব্য করেন। আগামী ১৪ মার্চ সকাল ৯টায় বি ইউনিট এবং বেলা ১১টায় এ ইউনিট ভর্তি পরীক্ষা নেয়া হবে। এ বছর বিশ্ববিদ্যালয়ের ১৬টি ডিপার্টমেন্টে ৬১০টি আসনে পরীক্ষায় প্রায় ১২ হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেবেন বলেও তিনি জানান। এছাড়া ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের নতুন ওয়েবসাইট www.just.edu.com থেকেও জানা যাবে।